Home রাজনীতি বিভাগওয়ারী আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব বণ্টন

বিভাগওয়ারী আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব বণ্টন

749
0

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় বিভাগওয়ারী দায়িত্ব বণ্টন করেছে আওয়ামী লীগ। ৪ নেতাকে ৮টি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফকে চট্টগ্রাম ও সিলেট বিভাগ, ডা. দীপু মনিকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, জাহাঙ্গীর কবির নানককে রংপুর ও রাজশাহী বিভাগ এবং আব্দুর রহমানকে বরিশাল ও খুলনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের নব-নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ মুলতবি সভায় দায়িত্ব বণ্টনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনেবুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে সিলেট বিভাগ, মো. মেজবাউদ্দিন সিরাজ অ্যাডভোকেটকে ময়মনসিংহ বিভাগ, বি. এম মোজাম্মেল হককে রংপুর বিভাগ, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিমকে বরিশাল বিভাগ, একেএম এনামুল হক শামীমকে চট্টগ্রাম বিভাগ, খালিদ মাহমুদ চৌধুরীকে রাজশাহী বিভাগ, আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে খুলনা বিভাগ এবং ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকে (নওফেল) ঢাকা বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

Previous articleযুবলীগ কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
Next articleবিনা পরোয়ানায় গ্রেফতার ও রিমান্ড নিয়ে আপিলের রায় প্রকাশ