Home আঞ্চলিক বিয়ানীবাজারে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল আটক

বিয়ানীবাজারে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল আটক

938
0

সিলেট: প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছিলেন এসেছেন প্রেমিক। কয়েক দিন ধরে দেখা হয়নি মনের মানুষের সঙ্গে।কিন্তু কথা হয় রোজ মুঠোফোনে আগেই জানানো হয় প্রেমিকা কে কবে কখন আসবেন প্রেমিক। কথা মত এসেছেন প্রেমিক কিন্তু  দেখা করতে এসে ধরা পড়ে গেলেন। তাও প্রেমিকার গ্রামের লোকজনের হাতে। সব শেষ। মান সম্মান ধুলোয় মিশে গেল। শুক্রবার রাতে বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ানীবাজারের চারখাই শিকারপুর এলাকার লিমন আহমদ (২২) এর  সাথে মৌলবীবাজার জেলার জুড়ি উপজেলার সেলিনা বেগম (২১) প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। সেলিনার পরিবার বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর এলাকার একটি বাড়িতে  ভাড়াটিয়া থাকেন। সেলিনার সাথে প্রেমের সুবাধে শুক্রবার রাতে তার সথে দেখা করতে আসেন লিমন।

এলাকাবাসী তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে আটক করে। লিমনের পরিবারের সদস্যদের হস্তক্ষেপে উভয় পক্ষের অভিভাবদের উপস্থিতিতে তাদের বিয়ে বন্ধনে আবদ্ধ করা হয়েছে।

Previous articleক্রসফায়ারের কিচ্ছা এখন কেউ বিশ্বাস করে না: শাহদিন মালিক
Next articleপুলিশ শিগগিরই দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবে: বাণিজ্যমন্ত্রী