নিউজ ডেস্ক: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে ৩ উইকেটে হেরে গিয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ১৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছেঁ যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন শোয়েব মাকসুদ। তিনি শেষ পর্যন্ত ৯৩ রান করে অপরাজিত ছিলেন।
বাসিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় খেলাটি শুরু হয়।
সকালে টসে জিতে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। বাংলাদেশের হয়ে ব্যাটিং ওপেন করতে নামেন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। ইনজুরি কাটিয়ে এটাই তামিমের প্রথম ম্যাচ।
বাংলাদেশ ৪০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করলে বাংলাদেশের বড় স্কোরের সম্ভাবনা জাগে। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ২৪৬ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। দলের পক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ সর্বোচ্চ ৮৭ রান করে দুর্ভাগ্যবশত: রান আউট হন। এছাড়াও তামিম ৮১ ও সাকিব ৩১ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। পাকিস্তানের পক্ষে পেসার মোহাম্মদ ইরফান ৫২ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন।
বাংলাদেশের দেয়া ২৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথমে খেই হারিয়ে ফেলে পাকিস্তান। মাত্র ১৬ রানের মাথায় ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে তারা। টাইগারদের পক্ষে প্রথম আঘাত হানেন রুবেল হোসেন। এরপরের ওভারে বল করতে এসে সফলতা পান বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তোজা। পাকিস্তানের মারমুখী ব্যাটসম্যান আহমেদ শেহজাদকে সাজঘরে পাঠান টাইগার অধিনায়ক। প্রথম ১০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল দুই উইকেটে ২৭ রান। ২০ ওভারে তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৮১ রান। ১৬তম ওভারে তরুণ পেসার তাসকিন ইউনুস খানকে ফিরিয়ে দিলে আবারো আশার আলো জ্বলে বাংলাদেশ শিবিরে। ২৫ তম ওভারে মাহমুদুল্লাহর শিকার হন হারিস।৩৭তম ওভারে আবারো আঘাত হানেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি। দলীয় ১৬৬ রানে সাজঘরে ফেরেন ক্রমেই বিপজ্জনক হয়ে উঠা উমর আকমল (৩৯)।