দুর্দান্ত এক রেকর্ড গড়লেন শ্রীলঙ্কান ওপেনিং ব্যাটসম্যান তিলকরাত্নে দিলশান। বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ১৬১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন দিলশান। বিশ্বকাপে শ্রীলঙ্কান কোনো ব্যাটসম্যানের এটিই সর্বোচ্চ রানের রেকর্ড।
আগের রেকর্ডটি ছিলো আরবিন্দ ডি সিলভার দখলে। ১৯ বছর আগে কেনিয়ার বিপক্ষে ১৪৫ রানের ইনিংস খেলে এই রেকর্ডটি গড়েছিলেন ডি সিলভা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ব্যাটিং করার সিদ্ধান্ত নিলে লাহিরু থিরিমান্নেকে নিয়ে ইনিংসের শুরু করেন দিলশান। এরপর ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।
এ সময় মাত্র ১৪৬ বল খেলে ২২টি চারের সাহায্যে ১৬১ রান করেন দিলশান।