Home আঞ্চলিক বিসিসি সিলেটের আয়োজনে ডিজটিাল মা্র্কেটিং কর্মশালা আগামী ১৫ ই জুন

বিসিসি সিলেটের আয়োজনে ডিজটিাল মা্র্কেটিং কর্মশালা আগামী ১৫ ই জুন

472
0

ডিজটিাল বাংলাদেশের অন্তরায় সকল সরকারী প্রতিষ্ঠান কে জনগণের দোরগোড়ায় প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যবিশেষজ্ঞকে নিয়ে ডিজিটাল বিপ্লব ও গবেষণার অন্যতম প্রতিষ্ঠান নগরীর উপশহরস্থ বাংলাদেশ কমম্পিউটার কাউন্সিল (বিসিসি),সিলেট আঞ্চলিক কার্যালয় বিভাগের উদ্যোগে আগামী ১৫ ই জুন দিনব্যাপি “ Making Digital Presence Effective for Digital Government” শীর্ষক এক কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। দিনব্যাপি কর্মশালায় বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী সংস্থা সমূহের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক উদ্ভাবন ও উদ্যোক্তাদসহ সিলেটের বিশিষ্ঠজনেরা অংশ গ্রহন করবেন।সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার ডঃ মোসাম্মৎ নাজমানারা খানম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক(যুগ্ম সচিব) জনাব মোঃ কুতুব উদ্দিন , শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক জনাব এম. জহিরুল ইসলাম। কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা থেকে আগত দেশেরে স্বনাম ধন্য প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ এর ম্যানেজার(ডিজিটাল) জনাব নাজমুল হাসান হিমেল। অনুষ্ঠানে সংশ্লিষ্ঠ সকলকে যথাসনময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান করেছেন বিশিষ্ঠ প্রযুক্তিবিদ বিসিসি,সিলেট আঞ্চলিক কার্যালয়ের সেন্টার ইন চার্জ মধুসূদন চন্দ।

Previous articleটাকা ও চাকরি দরকার হলে আমার কাছে আসবে: সেতুমন্ত্রী
Next articleপাহাড় ধসে চার সেনাসদস্যসহ শতাধিক নিহত