ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, বুদ্ধিজীবীদের উদ্যোগটা ভাল ছিল কিন্তু তারা সব পক্ষের গ্রহণযোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে। কারণ তাদের বিসমিল্লায় গলদ হয়েছে। তারা সন্ত্রাস বন্ধ করতে না বলে আলোচনার কথা বলেছেন। এতেই তাদের পক্ষপাতিত্ব স্পষ্ট হয়ে গেছে। তাই তাদের আরো আস্থা অর্জন করতে হবে।
শুক্রবার রাজধানীর ডিপলোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত আলোচনা সভায় সুরঞ্জিত সেন গুপ্ত একথা বলেন।