ঢাকা: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে আগামী বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে জামায়াত। সোমবার সকালে জামায়াতের পক্ষ থেকে নয়া দিগন্তকে এখবর নিশ্চিত করা হয়। ফলে পূর্বঘোষিত জামায়াতের বৃহস্পতিবারের হরতালের সাথে নতুন করে বুধবারও যোগ হলো। এদিকে দলের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দিয়ে তাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে পূর্বঘোষিত ৭২ ঘণ্টার হরতাল চলছে। আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এই হরতাল চলবে।