বুয়েট: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি ও সাধারণ সম্পাদক আবু সাঈদ কনককে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের বহিষ্কার করা হয়েছে। আরও দুই শিক্ষার্থীকেও বহিস্কার করা হয়। সোমবার রাতে বুয়েটের ডিসেপ্লেনারী কমিটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে মারধরের অভিযোগে তাদের বহিষ্কার করে।
গত ১২ই এপ্রিল সিভিল ইনঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলমের উপর হামলার করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বুয়েট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। বুয়েটের শিক্ষার্থীদের দ্বারা নিয়ন্ত্রিত ফেসবুক পেইজ ‘আড়ি পেতে শোনা’য় এক ছাত্র জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর নিয়ে একটি স্ট্যাটাস দেয়। এতে ওই শিক্ষক মন্তব্য করেন। বর্তমান সরকারের সমলোচনাসহ হিন্দু ধর্মের ধর্মীয় শব্দ ব্যবহার করে অধ্যাপক জাহাঙ্গীর মন্তব্য করেন। যার প্রেক্ষিতে ছাত্রলীগ বিভাগীয় অফিসে গিয়ে তার উপর হামলা করে এবং ক্যাফেটেরিয়ায় আটকে রাখে। পরে ভিসি তাকে উদ্ধার করেন। এ ঘটনায় বুয়েট শিক্ষক সমিতির আহ্বানে ক্যাম্পাসে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।