Home আঞ্চলিক বৃটিশ বাংলা খালিদ মিয়া ট্রাস্টের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্টিত

বৃটিশ বাংলা খালিদ মিয়া ট্রাস্টের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্টিত

561
0

000
জগন্নাথপুর: বৃটিশ বাংলা খালিদ মিয়া ট্রাস্টের ২য় তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল ৩০ জানুয়ারি, শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বুধরাইল জামে মসজিদ এর ইমাম ও খতিব হাফিজ মাওলান আতিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে তাফসির পেশ করেন, হযরত মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, বিশেষ অথিতি হিসেবে তাফসির পেশে করেন, ফখরে বাঙ্গাল হযরত মা্ওলানা জুনায়েদ আল হাবিব ঢাকা, বিশেষ বক্তা হিসেবে মহাগ্রন্থ আল কোরঅন থেকে তাফসির পেশ করেন, মুফতি অলিউর রহমান ছাহেব জাদায়ে বরুনি।
ট্রাস্টের চেয়ারম্যান সৈয়দ ছালিক মিয়া সাহেবের তত্বাবদানে ও ট্রাস্টের পরিচালনা কমিটির অক্লান্ত পরিশ্রমে গ্রামের সকলের সহযোগিতায় এলাকা বাসির আন্তরিক মহব্বতের কারনে বিরাট এই তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলের কাজ সমর্পুন করা সম্ভব হয়েছে।
আগামিতে যাথে এই তাফসিরুল কোরআন মাহফিল কেয়ামত পর্যন্ত অভ্যাহত থাকে উদ্যোক্তাগন এই দোয়া কামনা করেন। ট্রাস্টের সদস্য সচিব সৈয়দ কবির আহমদ তাফসিরুল কোরআন মাহফিল করার জন্য সকলের দোয়া ও সহগিতা কামনা করেন।

Previous articleকিছু ব্যক্তির কথা সংযত হলে ভালো হয়: ড. এমাজউদ্দীন
Next articleহরতাল চলাকালে নগরীর বিভিন্ন স্থানে নগর জামায়াতের মিছিল