ঢাকা: ২০ দলীয় জোটের ডাকা হরতাল সফল করতে দেশের সকল আইনজীবী সমিতিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার হরতালের পক্ষে মানববন্ধন ও সমাবেশ শেষে সুপ্রিমকোর্ট বার ভবনের নিচে এ কর্মসূচির ঘোষণা করেন সংগঠনের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
ঘোষণায় বলা হয়, গণতন্ত্র রক্ষার স্বার্থে দেশের সকল বারে আগামীকাল বৃহস্পতিবার ২০ দলের কর্মসূচিকে আরো জোরদার করতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বুধবার দুপুর ১২টার দিকে সুপ্রিমকোর্ট এলাকায় হরতাল-অবরোধের পক্ষে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন। এতে বক্তব্য দেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মীর নাসির উদ্দিন, সুপ্রিমকোর্ট বারের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, অ্যাডভোকেট আশরাফ উজ্জামান, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ড.আরিফা জেসমিন নাহিন, গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।
এদিকে একই সময়ে বার ভবনের নিচে হরতালের বিপক্ষে মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগপন্থি আইনজীবীরা। এতে নেতৃত্ব দেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট বাসেদ মজুমদারসহ অনেক আইনজীবী।
Check Also
আরও দুই নেতাকে বহিষ্কার করল বিএনপি
ঢাকা: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তারা …