নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ছয় শতাধিক নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় তিনি বলেন, বিএনপি কখনোই সহিংসতা করে না বরং আওয়ামী লীগই সহিংসতা শুরু করে আজ তার প্রমাণ পাওয়া গেছে।