Home জাতীয় বেগমগঞ্জে অবরোধকারী-পুলিশ সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

বেগমগঞ্জে অবরোধকারী-পুলিশ সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

403
0

Map Noakhali
নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরে অবরোধকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত রুবেল নামের এক বিএনপি কর্মী নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় চিকিৎসাধীন রুবেল মারা যায়।
জানা গেছে, বিকেলে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে চৌমুহনীতে মিছিল বের করে। মিছিলটি রেল গেইটে আসলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে অবরোধকারীদের সংঘর্ষের সূত্রপাত হয়। অবরোধকারীদের ধাওয়ার মুখে পুলিশ পিছু হটে যায়।
এরপর চারিদিকে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে অতিরিক্ত পুলিশ এসে গুলি করলে ৮ জন অবরোধকারী গুলিবিদ্ধসহ অর্ধশত আহত হয়। আহতদের মধ্যে বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন, চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিসান আহম্মদ, চৌমুহনীর টিএসআই সাইফুল সিকদারও রয়েছেন। চৌমুহনী শহরের পরিস্থিতি বর্তমানে থমথমে রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Previous articleমির্জা ফখরুলের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ
Next articleখালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যেই পিপার স্প্রে নিক্ষেপ: রিজভী