Home অর্থনীতি ব্যাংকের নিরাপত্তা তদারকি করবে বাংলাদেশ ব্যাংক

ব্যাংকের নিরাপত্তা তদারকি করবে বাংলাদেশ ব্যাংক

461
0

Dr. Atiur Rahman
ঢাকা: দেশের সকল তফসিলি ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবে বাংলাদেশ ব্যাংক। এজন্য সকল ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনও করা হবে। বুধবার সকালে গভর্নর ড. আতিউর রহমান বিশ্ব ব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠক শেষে দেশে ফিরে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে উপস্থিত কর্মকর্তাদের এ বিষয়ে অবহিত করেন।
এসময় তিনি সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে যাতে ডাকাতদল ব্যাংকে প্রবেশ করে অস্ত্রের মুখে কর্মকর্তাদের জিম্মি করে কাউকে হত্যা ও লুটপাট চালাতে না পারে বা ডাকাতি রোধ করতে নিরাপত্তা কিভাবে জোরদার করা যায়, এ নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন গভর্নর। কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় জড়িতদের দ্রুত আটক, লুট হওয়া টাকা উদ্ধার ও ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে অনুরোধ জানান।
উল্লেখ্য, বিশ্ব ব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠক শেষে বুধবার সকালে দেশে ফেরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। গত ১৩ এপ্রিল রাতে ঢাকা ত্যাগ করেছিলেন গর্ভনর।

Previous articleশ্রম আইন বাস্তবায়নের আহ্বান এইচআরডব্লিউ’র
Next articleনির্বাচনে কীভাবে জয়ী হতে হয় আ’লীগ তা জানে: মায়া