Home ঢাকা ব্যালট বাক্স ছিনতাই আর দেখতে চাই না: রফিকুল ইসলাম

ব্যালট বাক্স ছিনতাই আর দেখতে চাই না: রফিকুল ইসলাম

800
0

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, ব্যালট বাক্স ছিনতাই আর দেখতে চাই না। আমি চাই একটা গ্রহন যোগ্য নির্বাচন। এ জন্য তিনি সকল ভোট গ্রহন কর্মকর্তাদের নিরপেক্ষ নির্বাচন গ্রহনের সহায়তা চেয়েছেন। তিনি বলেন, নির্বাচনের সঙ্গে জড়িত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের সহায়তা পেলে একটা সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব । আমতলী উপজেলায় ৫ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন কর্মকর্তাদের দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, আইনের ব্যতয় ঘটিয়ে কেউ কোন অন্যায় কাজ করতে চাইলে তাকে ছাড় দেয়া হবে না বলে তিনি হুশিয়ারি উচ্চারন করেন। বলেন, অন্যায়ের সাথে যদি কোন প্রশাসন, পুলিশ, নির্বাচন কর্মকর্তা জড়িত থাকে তাদেরও শাস্তি পেতে হবে। তিনি বলেন, এর আগের কয়েকটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

Previous articleবিএনপি শিক্ষার্থীদের উস্কানি দেয়: হানিফ
Next articleযশোরে ইয়াং-বাংলা ‘টেকহাবে’ প্রিয়-শপের যাত্রা