নাটোরের বড়াইগ্রামের গড়মাটি এলাকায় একটি রাইস মিলের শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৩ জন আহত হয়েছে। আহতদের নাটোর সদর হাসপাতাল ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে বড়াইগ্রামের গড়মাটি এলাকার রশিদ অটোমেটিক রাইস মিলের শ্রমিক নজু ও সেলিম গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষ লেগে যায়।
এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়। আহতদের মধ্যে গড়মাটি এলাকার রমজানের ছেলে শাকিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। অপর এক আহত ওমরসহ বাকি ৩জনকে নাটোর আধুনিক সদর হাসপাতাল ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইষলাম বলেন, শ্রমিকদের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে।