Home জাতীয় বড় অভিযানে দুয়েকটা ভুল হতেই পারে: ওবায়দুল কাদের

বড় অভিযানে দুয়েকটা ভুল হতেই পারে: ওবায়দুল কাদের

293
0

অনলাইন ডেস্ক: কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর ও যুবলীগের সভাপতি একরামুল হক একরামের নিহত হওয়ার ঘটনাকে ভুল হিসেবে দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এত বড় অভিযানে দুয়েকটা ভুল হতেই পারে। তারপরও পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় যদি কেউ জড়িত থাকে, তার যথোপযুক্ত বিচার হবে। কোনো ছাড় দেয়া হবে না। আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বিআরটিসির নারীদের জন্য বাস সার্ভিস উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, নগরীতে নারীদের জন্য চালু হলো ৩৬ আসন বিশিষ্ট ‘দোলন চাঁপা’ বাস সার্ভিস।  প্রতীকীভাবে দুইটা বাস চালু করা হলো। আগামী দুই মাসের মধ্যে আরও ৮টি বাস চালু করা হবে। বাসটিতে প্রাথমিক চিকিৎসা, সিসিটিভিসহ নিরাপদ ও আরামদায়ক ব্যবস্থা আছে। বাসগুলো মিরপুর সার্কেল থেকে আজিমপুর, মিরপুর ১২ থেকে মতিঝিল রুটে চলাচল করবে।

Previous articleরাজপথ ছাড়া আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি আসবে না: মওদুদ
Next articleমাদকাসক্ত যেকোনো দলের হোক, রেহাই দেয়া হবে না: কৃষিমন্ত্রী