Home রাজনীতি বড় দুই দল মানুষের কল্যাণে আসছে না: মান্না

বড় দুই দল মানুষের কল্যাণে আসছে না: মান্না

423
0

নিজস্ব প্রতিবেদক: বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি মানুষের কল্যাণে আসছে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, মানুষ এই দুই দলের নেত্রীর শাসন থেকে বেরিয়ে আসতে চায়। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত নাগরিক ঐক্যের গাজীপুর জেলা কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মান্না বলেন, দেশে গণতন্ত্র হারিয়ে গেছে। তাই বর্তমানে মানুষ নাগরিক অধিকার হারিয়ে ফেলেছে। এসব বিষয় মাথায় রেখে নাগরিক ঐক্য কাজ করছে।

বিএনপির ভিশন-২০৩০-এর সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ও আওয়ামী লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ। তাই সাধারণ নাগরিকরা তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশা করেন না। সরকারকে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে উল্লেখ করে মান্না বলেন, সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করাতে হবে। দেশের বড় দল হলেও বিএনপি যদি নানা দাবি-দাওয়ার অজুহাতে নির্বাচনে অংশগ্রহণ না করে তবে এর মাশুল আবারও তাদের দিতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের গাজীপুর জেলা সভাপতি গোলাম আনোয়ার হোসেনসহ জেলা কমিটির নেতা-কর্মীরা।

Previous articleসরকার বন্দুকের নলের জোরে দেশ চালাচ্ছে: খোকন
Next articleবিএনপির ভিশন আওয়ামী লীগ থেকে চুরি করা: প্রধানমন্ত্রী