Home বিনোদন ভক্তের জন্য জ্যাকলিনের মূল্যবান উপহার

ভক্তের জন্য জ্যাকলিনের মূল্যবান উপহার

934
0

jackilin
বিনোদন ডেস্ক: শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিুউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ইতোমধ্যেই তার অভিনয়ের প্রতিভা দেখিয়েছেন। আর এই অভিনেত্রীর যে অসংখ্য ভক্ত রয়েছে, তা তো আর নতুন করে বলার কিছু নেই। তবে ভক্তদের জন্য এবার জ্যাকলিনের অভাবনীয় উপহার অপেক্ষা করছে।
আকর্ষণীয় এই অভিনেত্রীকে ভক্তরা বিভিন্নভাবে তাদের ভালবাসা্র প্রকাশ ঘটিয়ে প্রায়ই মুগ্ধ করেন। আর তাই এই সোনালি কন্যাও ঠিক করেছেন ভক্তদের কোন এক বিশেষ উপহার দেয়ার। তিনি একটি ব্যতিক্রমধর্মী সুযোগ তৈরি করে দিচ্ছেন তার ভক্তদের জন্য যা এর আগে কখনও কেউ করেনি।
জ্যাকলিনের এই ‘স্কেচড বাই জ্যাকলিন’ প্রয়াস সকলের ভাবনার অতীত। জ্যাকলিন ভাগ্যবান এক ভক্তের স্কেচ এঁকে দেবেন। এখানে তার একটি অটোগ্রাফও থাকবে।
জ্যাকলিনের ভক্তদের জন্য তার নতুন সিনেমা ‘রয়’ তে এই অভিনেত্ত্রীর চরিত্র সম্পর্কে ৭টি প্রশ্ন দেয়া থাকবে এবং তারা কেন স্কেচটি আঁকতে চান, সেটিও জানতে চাওয়া হবে। এর মধ্য থেকে যার উত্তর এই অভিনেত্রীর ভাল লাগবে, তাকেই বিজয়ী ঘোষণা করা হবে।

Previous articleবিদ্যমান সংকট নিরসনে গণতান্ত্রিক সংবিধান প্রয়োজন
Next articleরবি, সোম ও মঙ্গলবার সারাদেশে ২০দলীয় জোটের হরতাল