Home Uncategorized ভাটারায় ফারজানা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ

ভাটারায় ফারজানা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ

431
0

Oborud
ঢাকা: রাজধানীর ভাটারা থানার নতুন বাজার এলাকায় স্কুলছাত্রী ফারজানা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ১০টায় এ বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন পালিত হয়। এলাকাবাসী জানান, পুলিশের গাফিলতির কারণে প্রকৃত খুনিদের গ্রেপ্তার করা হচ্ছে না। তারা খুনিদের গ্রেপ্তার করে উপযুক্ত বিচার দাবি করেন। পরে পুলিশ প্রকৃত খুনিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক অবরোধ প্রত্যাহার করেন।
ভাটারা থানার ওসি সরোয়ার আলম বলেন, আমরা ইতিমধ্যে সন্দেহজনক একজনকে আটক করেছি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার (২৫ নভেম্বর) সোলমাইদ এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় স্কুলছাত্রী ফারজানার লাশ ‌উদ্ধার করে পুলিশ।

Previous articleসঠিক সময়ে গণ-বিস্ফোরণ ঘটবেই: ড. এমাজ উদ্দিন
Next articleবিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মুসলিম উম্মাহর প্রয়োজন নিরপেক্ষ মিডিয়া