Home Uncategorized ভাবির চুমুর জের; ভেঙে গেল বিয়ে

ভাবির চুমুর জের; ভেঙে গেল বিয়ে

406
0

marriage
ঢাকা: বিয়ের আনুষ্ঠানিকতা প্রায় শেষ। কনের গলায় মালা পরাবে বর। এসময় দুষ্টুমি করে বরকে চুমু দিলেন তার ভাবি। ব্যাস, এতেই লঙ্কাকাণ্ড। আসরেই ভেঙে গেল বিয়ে। সম্প্রতি ভারতের আলীগড়ে এ ঘটনা ঘটেছে।
ইন্ডিয়া টুডে পত্রিকার খবর অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে দু’জনের পরিচয়, তারপর প্রেম। পরে দুই পক্ষের পরিবারই বিয়েতে সম্মতি দেয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে কনেকে মালা পরানোর সময় বরের বড় ভাইয়ের স্ত্রী দেবরের গালে চুমু দেন।
এ পর্যন্ত থেমে থাকলে হয়ত ওতো বড় অঘটন ঘটতো না। খেপাটে ভাবি দেবরকে নিয়ে ছুটলেন নাচের জায়গায়। তারা যখন পা মিলিয়ে নাচছিলেন তখন বিক্ষুব্ধ কনে পক্ষ এ ব্যাপারে বরপক্ষের কাছে অভিযোগ করে।
বরপক্ষ এটি হেসে উড়িয়ে দিলেও বিষয়টি মেনে নিতে পারছিল না কনেপক্ষ। এক পর্যায়ে দু’পক্ষে বাগযুদ্ধ থেকে শুরু হয়ে যায় হাতাহাতি। পরে বিক্ষুব্ধ বর পক্ষ বিয়ে ভেঙে দিয়ে বাড়ি ফিরে যায়।
তবে কনেপক্ষের লোকজন বরকে আটকে রাখে। পরদিন পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

Previous articleচাঁদার ভাগ নিয়ে ছাত্রলীগ শ্রমিক সংঘর্ষ অবরোধ
Next articleনির্যাতনের শিকার নারীদের ন্যায়বিচারে সবাইকে দায়িত্বশীল হতে হবে