Home আন্তর্জাতিক ভারতের সেনাসদস্যকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল জঙ্গিরা

ভারতের সেনাসদস্যকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল জঙ্গিরা

620
0

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বাদগাম জেলা থেকে জঙ্গিরা এক ভারতীয় সেনাবাহিনীর সদস্য তার বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। মোহাম্মদ ইয়াসিন ভাট নামের ওই সেনা সদস্য ছুটিতে নিজের বাড়িতে এসেছিলো। শুক্রবার (৮ মার্চ) সন্ধেবেলা অপহরণের শিকার হন সেনা সদস্য ইয়াসিন ভাট। খবর- এনডিটিভি।

সম্প্রচারমাধ্যম এনডিটিভি থেকে জানা যায়, জম্মু-কাশ্মিরের বাদগাম জেলা থেকে জঙ্গিরা এক সেনাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। মোহাম্মদ ইয়াসিন ভাট নামের ওই ব্যক্তি ছুটিতে নিজের বাড়িতে এসে শুক্রবার সন্ধেবেলা অপহরণের শিকার হন। সেনাসূত্রকে উদ্ধৃত করে এনডিটিভি জানিয়েছে, অপহৃত সেনার খোঁজে এরইমধ্যে অভিযান শুরু হয়েছে। উল্লেখ্য, এরআগেও কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গেছে জঙ্গিরা।

Previous articleপরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের
Next articleসিইসির নির্দেশেই ৩০শে ডিসেম্বর ব্যালট বাক্স ভরা হয়