Home রাজনীতি ভারত সরকারের আমন্ত্রণে দিল্লিতে এরশাদ

ভারত সরকারের আমন্ত্রণে দিল্লিতে এরশাদ

412
0

ঢাকা: ভারত সরকারের আমন্ত্রণে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ৫ দিনের সফর শেষে আগামী ২৩ জুলাই বিকেলে দেশে ফিরবেন তিনি। বুধবার (১৯ জুলাই) সকালে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার ও সুনীল শুভরায়।

বিমানবন্দরে এরশাদকে বিদায় জানান দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, কেন্দ্রীয় নেতা সুজন দে প্রমুখ।

এরশাদের ভারত সফরের বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা দ্য রিপোর্টকে বলেন, ‘ভারত সরকারের আমন্ত্রণে দলের চেয়ারম্যান দিল্লী সফরে গিয়েছেন। তিনি সেখানে বিজেপি নেতৃত্বাধীন সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। ভারত সফর শেষে ২৩ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদ দেশে ফিরবেন। আশা করি, ভারত থেকে এই সফল সফর শেষে এরশাদ যখন বিমানবন্দরে নামবেন ঐদিন জাতীয় পার্টির হাজার হাজার নেতা-কর্মী তাকে ফুলেল সংবর্ধনা দেবেন।’

Previous articleপুষ্টি নিশ্চিত করতে মাছ উৎপাদন বাড়ানোর বিকল্প নেই: প্রধানমন্ত্রী
Next articleআড়াই শতাধিক পরিবারের মাঝে আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরন