Home জাতীয় ভাস্কর্য অপসারণে কোনরূপ টালবাহানা দেশবাসী মেনে নেবে না: হেফাজত

ভাস্কর্য অপসারণে কোনরূপ টালবাহানা দেশবাসী মেনে নেবে না: হেফাজত

435
0

নিউজ ডেস্ক: হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী এক বিবৃতিতে বলেছেন, আমরা বিশ্বাস করতে চাই, শত শত আলেমের সামনে দেওয়া এবং লাইভ টিভিতে বিশ্বব্যাপী প্রচারিত প্রধানমন্ত্রী তাঁর আশ্বাসের যথাযথ মূল্য দিয়ে অবিলম্বে গ্রিক দেবি থেমিস অপসারণ করে বাংলাদেশের সর্বস্তরের মানুষের ইচ্ছাকে সম্মান জানাবেন।
তিনি বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে গ্রিক দেবি অপসারণের দাবিতে জনমত ঐক্যবদ্ধ। সুতরাং ঈমান-আক্বীদা, জাতীয় মর্যাদা ও ঐতিহ্য বিরোধী এই ভাস্কর্য অপসারণে কোন ধরণের টালবাহানা ও অজুহাত তৈরির চেষ্টা দেশবাসী কখনোই মেনে নেবে না। দেশবাসীকে সাথে নিয়েই হেফাজত ন্যায্য দাবী আদায়ে প্রয়োজনে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

Previous articleইলিয়াস গুমের বিষয়টি আন্তর্জাতিক মহলে তুলতে হবে: মির্জা ফখরুল
Next articleসমালোচকরাই বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছিল: প্রধানমন্ত্রী