ভোটকেন্দ্র দখলে মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগ

0
497

Stifen Barnikan
ঢাকা: বিভিন্ন ভোটকেন্দ্র দখল ও বিএনপি-সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্টদের প্রবেশে বাধার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনের পর তিনি সাংবাদিকের কাছে উদ্বেগ প্রকাশ করেন।
বার্নিকাট বলেন, ‘বিভিন্ন ভোটকেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্ট না থাকার অভিযোগ নির্বাচন কমিশনের খতিয়ে দেখা উচিত। অবিলম্বে এসব কেন্দ্রে পোলিং এজেন্টদের প্রবেশের ব্যবস্থা করা উচিত।’
বার্নিকাট ওই কেন্দ্রে ৪০ মিনিট অবস্থান করে পুরুষ ও মহিলা কেন্দ্রে ভোট গ্রহণ প্রত্যক্ষ করেন। এসময় ২৫ মিনিটে মাত্র ৪ জন ভোট প্রদান করেন। ওই সময়ে পুরুষ বুথে সরকারি দল সমর্থিত প্রার্থীদের এজেন্ট ছাড়া অন্য কোনো এজেন্ট ছিল না।