Home জাতীয় মংলায় নির্মাণাধীন সেনা কল্যাণ সংস্থার `সিমেন্ট কারখানার’ ভবন ধস: নিহত ৫

মংলায় নির্মাণাধীন সেনা কল্যাণ সংস্থার `সিমেন্ট কারখানার’ ভবন ধস: নিহত ৫

460
0

Nihoto

নিউজ ডেস্ক: মংলা জেলার শিল্পাঞ্চল এলাকায় সেনা কল্যাণ সংস্থার একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে অন্তত অর্ধশত শ্রমিক চাপা পড়েছেন। এতে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষনিক তাদের পরিচয় জানা যায়নি। চাপা পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার বেলা সোয়া ২ টার দিকে শিল্পাঞ্চল এলাকায় সেনা কল্যাণ সংস্থার ‘এলিফ্যাণ্ট ব্রাণ্ডের’ সিমেন্টের নির্মাণাধীন চারতলা কারখানার ছাদ ধসে অন্তত অর্ধশত শ্রমিক চাপা পড়ে। ভবনটিতে কমপক্ষে দুই শতাধিক শ্রমিক কাজ করতেছিল। ইতিমধ্যে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছেন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। জীবিত উদ্ধার করা হয়েছে চারজনকে। তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে

Previous articleখালেদা ভদ্রভাবে আদালতে গিয়ে আত্মসমর্পণ করবেন: প্রধানমন্ত্রী
Next articleবরিশালে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫