ঢাকা: বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার অভিযোগ গঠনের তারিখ ফের পিছিয়েছে। আগামী ১৫ মে শুনানির নতুন তারিখ ধার্য করেছেন আদালত। ঢাকার ৬নং বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল বাশার মুন্সী বুধবার এ দিন ধার্য করেন।
জানা আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদের অভিযোগ গঠনের দিন বুধবার ধার্য ছিল। কিন্তু তিনি আদালতে হাজির হতে না পারায় তার আইনজীবী অভিযোগ গঠন পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের জন্য ১৫ মে ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৭ সালের ২৩ জুলাই দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে দাখিল করা সম্পদ বিবরণীতে চার কোটি চল্লিশ লাখ সাঁইত্রিশ হাজার তিন শ’ পঁচাত্তর টাকা মূল্যের তথ্য গোপন করেন। এ ছাড়া সাত কোটি আটত্রিশ হাজার দুই শ’ সাতাশি টাকা মূল্যের সম্পদ তার জানা আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ। এ ঘটনায় ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় দুদকের উপ-পরিচালক শরিফুল হক সিদ্দিকী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
২০০৮ সালের ১৪ মে মামলা তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক শরিফুর হক সিদ্দিকী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।