ঢাকা: সৌদি আরবের আল-আরাবিয়া টিভির এক রিপোর্টে দাবি করা হয়েছে, মক্কায় মসজিদ আল-হারামের নির্মানাধীন অংশে ক্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২৫ জন বাংলাদেশি রয়েছেন। ওই দুর্ঘটনায় মোট ১০৭ জন নিহত হয়। হতাহতের ব্যাপারে প্রাথমিক রিপোর্ট যাচাইয়ের পর আল-আরাবিয়া বলছে, নিহতদের মধ্যে ২৫ বাংলাদেশি, ১৫ পাকিস্তানি, ২৩ মিশরীয়, ১০ ভারতীয়, ২৫ ইরানি, ৬ মালয়েশীয়, এক আলজেরীয় ও এক আফগান নাগরিক রয়েছেন।
তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর অস্বীকার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি কনসুলার লুৎফুর রহমান বলেন, আমাদের কাছে এই ধরনের কোন তথ্য নেই। আমরা যতদূর জানি, নিহতদের মধ্যে কোন বাংলাদেশি নেই। শুক্রবারের দুর্ঘটনায় ১০৭ জন নিহত এবং দুই শতাধিক আহজত হয়েছেন। আহতদের মধ্যে ৪০ জন বাংলাদেশি বলে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।