Home জাতীয় মগবাজারের বাসায় গোলাম আযমের মরদেহ

মগবাজারের বাসায় গোলাম আযমের মরদেহ

592
0

68115_1511670302408543_669008011664835481_nজামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের মরদেহ মগবাজারে তার নিজ বাসভবনে নেয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে শুক্রবার সকাল ৭টার দিকে তার ছেলে বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আজমির কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
ঢামেক ফরেনসিক চিকিৎসক আবুল খায়ের ও প্রদীপ তার ময়নাতদন্ত করেন।
আব্দুল্লাহিল আমান আজমি বলেন, সকালে ময়নাতদন্ত শেষে কারা কর্তৃপক্ষ মৃতদেহ আমাদের কাছে হস্তান্তর করে। এরপর মৃতদেহ মগবাজারের কাজী অফিস লেনের নিজ বাসভবনে আনা হয়েছে। এখানে গোসল করানোর পর মৃতদেহ কোনো হাসপাতালের হিমঘরে রাখা হবে। তিনি আরও বলেন, কবে কখন বাবার জানাজা ও দাফন করা হবে সে ব্যাপারে শনিবার সিদ্ধান্ত নেয়া হবে। গোলাম আযম বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে মারা যান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Previous articleসংক্ষিপ্ত পরিচিতি
Next articleগোলাম আযমের বাসায় জামায়াত নেতা-কর্মীদের ভিড়