Home বিভাগীয় সংবাদ মগবাজারে জামায়াতের মিছিল

মগবাজারে জামায়াতের মিছিল

471
0

Logo Jamat 01
ঢাকা: নেতা কর্মীদের মুক্তি, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০দল ঘোষিত অবরোধের সমর্থনে মগবাজারে বিক্ষোভ মিছিল করে রমনা জামায়াতের কর্মীরা। সোমবার সকাল পোনে ৮টায় মগবাজার রেলগেট এলাকায় এ বিক্ষোভ মিছিল করে তারা।
এই সময় থানা জামায়াতের সেকেটারি জিল্লুর রহমান, কর্মপরিষদ সদস্য আতাউর রহমান সরকার, ওয়ার্ড সভাপতি মাহবুবুর রহমান, সাইদুর রহমান, মোশাররফ হোসাইন, কলেজ শাখা শিবির সভাপতি মুরাদ হোসাইন, ছাত্রনেতা আকরাম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

Previous article৫ জানুয়ারির নির্বাচন ছিল পোকায় খাওয়া
Next articleরিজভীর বাসায় পুলিশি তল্লাশি