Home প্রবাস মদিনায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হজযাত্রী নিহত

মদিনায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হজযাত্রী নিহত

844
0

নিউজ ডেস্ক: সৌদি আরবের মদিনায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি হজযাত্রী আম্বার আলী (৫২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মদিনায় বাংলাদেশ হজ মিশনের ক্যাম্প এ তথ্য জানিয়েছে।আম‌্বার আলীর বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তালপাড়া গ্রামে। তার লাশ মদিনার মিশকাত হাসপাতালে রাখা হয়েছে।বৃহস্পতিবার সকালে মদিনার কোরবান আলী রোডে রাস্তা পার হচ্ছিলেন আমবার আলী। এসময় একটি গাড়ি তাকে ধাক্কা দিলে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।আমবার আলীর পাসপোর্ট নম্বর বিই ০২৪৬১৫৯, হজ আইডি ৯৯৬২৮৮৩। এ নিয়ে এ বছর দুইজন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন।

Previous articleশোক দিবসের আলোচনা সভায় যুবলীগ নেতা খুন
Next articleবাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আওয়ামী লীগের নিরব বিরোধিতা এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট