Home জাতীয় মধ্যবর্তী নির্বাচনের তারিখ না ঘোষণা পর্যন্ত অবরোধ চলবে: হাফিজ

মধ্যবর্তী নির্বাচনের তারিখ না ঘোষণা পর্যন্ত অবরোধ চলবে: হাফিজ

405
0

mejor_hafiz_58390
ঢাকা: হরতাল-অবরোধ প্রত্যাহারে একাধিক শর্ত বেধে দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। শুক্রবার বিকেলে বনানীর নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে জোটের এই শর্তের কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকার মধ্যবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা এবং পদত্যাগ করলে ২০ দলের ডাকা অবরোধ-হরতাল প্রত্যাহার করা হবে। তা না হলে চলমান আন্দোলন অব্যাহত থাকবে।
হাফিজ উদ্দিন বলেন, সরকার পদত্যাগ করলে নির্বাচনসহ সব বিষয় আলোচনা হতে পারে। বিষয়টি আওয়ামী লীগ-বিএনপির সমন্বয় কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।
এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, বিএনপি চোরপারসন খালেদা জিয়ার কার্যালয়ে টেবিল-চেয়ার নিয়ে গোয়েন্দা বিভাগের লোক বসানো হয়েছে। আমরা সরকারের কাছে জানতে চাই বিএনপি নেতা গৃহবন্দি কিনা?
হাফিজ উদ্দিন বলেন, পেট্রোল বোমার মতো সহিংসতার সঙ্গে বিএনপি কোনোভাবে জড়িত নয়। সরকারের এজেন্টরাই সারাদেশে এসব হামলা করে প্রাণহানি ঘটাচ্ছে।

Previous articleমার্কিন রাষ্ট্রদূতের ভিডিও বার্তা (ভিডিও সহ)
Next articleমার্চেই ডিসিসি নির্বাচন