Home প্রযুক্তি মধ্যরাতে ৬ ঘণ্টা বন্ধ থাকবে ফেসবুক!

মধ্যরাতে ৬ ঘণ্টা বন্ধ থাকবে ফেসবুক!

435
0

নিউজ ডেস্ক: বাংলাদেশে মধ্যরাতে ছয় ঘণ্টা করে সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখার কথা ভাবছে সরকার। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বাংলাদেশ টেলিফোন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) কাছে মতামত চাওয়া হয়েছে।
শিক্ষার্থী ও তরুণদের ‘মঙ্গলের জন্য’ বিটিআরসি’র কাছে এ বিষয়ে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মতামত পাওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সোমবার বিটিআরসির সচিব সারওয়ার আলম সাংবাদিকদের চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখা যায় কি না, এ বিষয়ে টেলিযোগাযোগ বিভাগের মতামত জানতে চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সারওয়ার আলম বলেন, এই সময়ে তরুণ সমাজকে ফেসবুক আসক্তি থেকে মুক্ত করার জন্য এ ধরনের সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে ভাবছে সরকার।
চিঠিতে ফেসবুক ‘শিক্ষার্থীদের প্রভাবিত করছে’ এবং ‘তরুণদের কাজ করার ক্ষমতা কমিয়ে দিচ্ছে’ বলা উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, গত বছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনেই ফেসবুক বন্ধের বিষয়টি আলোচনায় আসে। সেখানে আলোচনা হয়, রাত জেগে সামাজিকযোগাযোগের এ মাধ্যমটি ব্যবহারের কারণে শিক্ষার্থী ও তরুণদের কর্মক্ষমতা কমে যাচ্ছে। নেশার মতো তারা মাধ্যমটি ব্যবহার করছে।

Previous articleময়মনসিংহে জঙ্গি আস্তানা: ৭ যুবক আটক
Next articleসাঈদী ও রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদন কার্যতালিকায়