নিউজ ডেস্ক: মফস্বলে হত্যাকাণ্ড কমেছে, ঢাকায় বাড়ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে (দক্ষিণ এশিয়া) বৈঠক শেষে মঙ্গলবার বিকেলে উপস্থিত সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী মন্তব্য করেন।
সাংবাদিকদের মুহিত বলেন, আমার কাছে মনে হয় এটা একটা ওর্থলেস সাবজেক্ট। এটা নিয়ে আলোচনার কিছু নেই। সন্ত্রাসী একটা কর্মকাণ্ড চলছে, এখানে রাজনৈতিক কিছু নেই। সুতরাং এটা নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই।
এ পরিস্থিতি চলতে থাকলে ২০১৮ সাল নাগাদ দেশকে মধ্য আয়ের দেশে নিয়ে যাওয়া সম্ভব হবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এই পরিস্থিতি টিকবে না তো। আমি নিশ্চিত।
কিন্তু ইতোমধ্যে ৫০ দিন অতিক্রম হয়ে গেছে— সাংবাদিকদের এ কথার জবাবে অর্থমন্ত্রী বলেন, যে কদিন গেছে এটা মোমেন্ট অব টাইম। মফস্বলে হত্যাকাণ্ড কমছে, এখন তো হত্যাকাণ্ড ঢাকায় বাড়ছে।