ঢাকা: সাতক্ষীরা জেলা জামায়াতের আমির, সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন ও জনপ্রিয় ব্যক্তিত্ব অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেককে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ শনিবার এক বিবৃতিতে বলেন, মাওলানা আব্দুল খালেক জনগণের ভোটে নির্বাচিত একজন জাতীয় সংসদ সদস্য ছিলেন। বর্তমান সরকার যে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে তারই ধারাবাহিকতায় মাওলানা আব্দুল খালেককে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মাওলানা আব্দুল খালেক এ ধরনের অপরাধে জড়িত থাকলে সাতক্ষীরার জনগণ তাকে বিপুল ভোটে এমপি হিসেবে নির্বাচিত করতো না। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার মাওলানা আব্দুল খালেককে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার দেখিয়েছে। ইতোপূর্বে সরকারি দলের ইঙ্গিতে তার বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তিনি বলেন, এভাবে মিথ্যা মামলা দিয়ে আদর্শবাদী কোনো আন্দোলনকে ধ্বংস করা যাবে না।
ডা. শফিক বলেন, সরকার আইনের শাসন ও গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে চিরদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। কিন্তু ইতিহাস স্বাক্ষী জনগণের ভালবাসা ছাড়া জোর করে ক্ষমতায় থাকা যায় না। মিথ্যা, বানোয়াট মামলা দিয়ে মাওলানা আব্দুল খালেককে যতই হয়রানী করার অপচেষ্টা করা হোক না কেন জনগণের কাছে তা গ্রহণযোগ্য হবে না। জামায়াতের এ নেতা জুলুম-নির্যাতন বন্ধ করে অবিলম্বে মাওলানা আব্দুল খালেককে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি