ঢাকা: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকায় আনা হয়েছে।
মাওলানা সাঈদীর পারিবারিক সূত্র জানিয়েছে, গতরাতে কাশিমপুর কারাগারে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করলে তাকে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানকার ডাক্তাররা তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালে রেফার করেন। রাত তিনটায় তাকে কার্ডিয়াক বিভাগে আনা হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে এটি সাধারণ সমস্যা বলে জানান।
এরপর সাড়ে চারটায় তাকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। মাসুদ সাঈদী জানান- বর্তমানে তার বাবা অনেকটা ভালো আছেন।