মাগুরায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩

0
473

accident news_44465
নিউজ ডেস্ক: মাগুরা সদর উপজেলার কালীনগরে কুয়াশার মধ্যে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মাগুরা হাইওয়ে পুলিশের এসআই ওজিয়ার রহমান জানান, সোমবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। নিহতদের মধ্যে এক বাসযাত্রীর পরিচয় জানা গেছে। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাচেরকোল এলাকার নজরুল ইসলাম (৩৫) ।
এসআই ওজিয়ার জানান, এস আলম পরিবহনের বাসটি ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। সকালের কুয়াশার মধ্যে কালীনগর এলাকায় একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। আহতদের মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।