ঢাকা: খাদ্যমন্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলাম বিএনপির সিনিয়র নেতাদের উদ্দেশ্য করে বলেছেন, পুলিশ কারো পক্ষপাত করবে না, মাঠে আসুন, ঢাকা কার দখলে প্রমাণ হয়ে যাবে। বুধবার সাড়ে ১১ টার দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নং গেইটের সামনে হরতাল বিরোধী আওয়ামী লীগ সমর্থক জোটের উদ্যোগে অনুষ্ঠিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, আপনার হরতাল ডাকেন অথচ মাঠে থাকেন না, মাঠ আমাদের দখলে।
কামরুল ইসলাম বলেন, বিএনপির সিনিয়র নেতারা সন্ত্রস ও নাশকতাকে পছন্দ করেন না তাই তারা মাঠে থাকেন না। এবং তারা মিডিয়ার সামনেও আসেন না। তিনি আরো বলেন, আমি আশা করি বিএনপির সিনিয়র নেতাদের সুবুদ্ধির উদায় হবে। তারা বিএনপির রাজনীতি ছেড়ে দেবে।