Home জাতীয় মাঠ পর্যায়ে প্রশাসনে ব্যয় ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত

মাঠ পর্যায়ে প্রশাসনে ব্যয় ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত

511
0

Meeting Minister
ঢাকা: মাঠ পর্যায়ের প্রশাসনের অর্থ ব্যয় করার ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এ মুহূর্তে একটি সংস্থার প্রধান বা বিভাগীয় প্রধান ১৪ কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারেন। তার এই খরচের সীমা ৩০ কোটি টাকা করার প্রস্তাব করেছে অর্থ মন্ত্রণালয়। তবে কে কত টাকা খরচ করতে পারবেন, সে বিষয়ে আলোচনার মাধ্যমে পরে সিদ্ধান্ত নেয়া হবে। তবে মন্ত্রণালয়গুলোর ৫০ কোটি টাকা পর্যন্ত অর্থ ব্যয়ের ক্ষমতা অপরিবর্তিত থাকবে বলে সচিব জানান।
মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ‘উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন-সংক্রান্ত আর্থিক ক্ষমতা অর্পণ ও অনুন্নয়ন বাজেটের আর্থিক ক্ষমতা অর্পণ ও পুনঃঅর্পণ সংক্রান্ত সংশ্লিষ্ট পরিপত্রসমূহ সংশোধনের প্রস্তাব’ নামে একটি প্রস্তাব দেয় অর্থ মন্ত্রণালয়। এতে সব পর্যায়ের প্রশাসনের অর্থ ব্যয়ের ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়। পরে ব্যাপক আলোচনা-পর্যালোচনার পর মন্ত্রণালয়গুলোর অর্থ ব্যয়ের ক্ষমতা অপরিবর্তিত রেখে বিভাগ, জেলা-উপজেলা, মন্ত্রণালয়ের অধীন বিভাগ, বিভিন্ন সংস্থা, প্রকল্পসহ মাঠ পর্যায়ের প্রশাসনের আর্থিক ব্যয়ের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।

Previous articleঅবরোধের কারনে মফস্বলের মানুষ পথে বসেছে: অর্থমন্ত্রী
Next articleসরকার খালেদা জিয়ার প্রাণনাশের অপচেষ্টা করছে: খন্দকার মাহবুব