Home জাতীয় মানবপাচার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান এরশাদের

মানবপাচার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান এরশাদের

527
0

Ershad 01
ঢাকা: মানবপাচার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে এরশাদ বলেন, মুক্ত জীবন আর সম্মানের সঙ্গে বেঁচে থাকার লক্ষ্য নিয়ে দেশকে স্বাধীন করা হয়েছিল। কিন্তু সেই দেশের নাগরিকদের যদি আজ বিদেশে পাচার হয়ে নির্মমভাবে প্রাণ হারাতে হয়- তার চেয়ে দুঃখজনক ঘটনা জাতীয় জীবনে আর কিছুই হতে পারে না।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে দেশ-বিদেশের মিডিয়াতে বাংলাদেশ থেকে সমুদ্রপথে মানব পাচারের মর্মন্তুদ খবর প্রকাশিত হচ্ছে। সাগরপথে ট্রলারযোগে কাজের সন্ধানে বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়ায় যাওয়ার পথে ধরা পড়ার খবরের ঘটনা খুবই দুঃখজনক।
এরশাদ বলেন, আমাদের নাগরিকদের জীবনে এমন করুণ পরিণতি বরণ করতে হয়েছে তা ছিল কল্পনারও বাইরে। তিনি এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান।

Previous articleইসিসহ সকল প্রতিষ্ঠানের প্রধানরা দলবাজ: বিএনপি
Next articleব্লগার অনন্ত বিজয় হত্যার প্রতিবাদে সিলেটে বুধবার অর্ধবেলা হরতাল