Home প্রযুক্তি মানব কল্যানের সমষ্টিই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ: বিভাগীয় কমিশনার

মানব কল্যানের সমষ্টিই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ: বিভাগীয় কমিশনার

724
0

Sylনিজস্ব প্র্রতিবেদক: সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমেদ বলেছেন, মানব কল্যানের সমষ্টিই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। যে টেকনোলজি পৃথিবিব্যাপী সেবার জগতকে হাতের মোটোয় এনে দিয়েছে। দেশে ৫হাজারের বেশী আইসিটি সেন্টার গড়ে উঠেছে। বাংলাদেশে আইসিটিতে বিশ্বব্যাপী ২০০এর মধ্যে ৩৩ নং অস্থানে আছে। কিন্তু দেশের তরুনরা তা মেনে নেবেনা। অচিরেই তা ৩-এ নেমে আসবে। আর এজন্য তরুনদেরই এগিয়ে আসতে হবে।
বৃহষ্পতিবার বিকেলে নগরীর রিকাবী বাজারাস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৫’র উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক ড. সুভাষ চন্দ্র বিশ্বাষ, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আল আমিন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা। মেলায় তথ্য-প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট ৪০টি প্রতিষ্টান অংশগ্রহন করেছে।

Previous articleদু’পক্ষের সংঘর্ষে নিহত ১
Next articleমানুষ হত্যা করে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিজয় ঠেকানো যায়নি: আসাদুজ্জামান নূর