Home বিভাগীয় সংবাদ মানিকগঞ্জে বাস-ট্রাকে আগুন

মানিকগঞ্জে বাস-ট্রাকে আগুন

422
0

Bus Agun 02
নিউজ ডেস্ক: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে অবরোধকারীরা একটি বাস ও একটি ট্রাকে আগুন দিয়েছে। আজ ভোরে পিকেটারর মুলজান নামক এলাকায় রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে খুলনার বাগেরহাটগামী একটি ট্রাকে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়।
ট্রাক চালক জানান, ঢাকার কাওরান রাজারে মাছ সরবরাহ শেষে বাগেরহাট ফেরার পথে মানিকগঞ্জের মুলজান এলাকায় ১০-১৫ জনের এক দল পিকেটার ব্যারিকেড সৃষ্টি করে। পরে পেট্রল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রাতে রোববার রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পুলিশ বক্সের ১০০ গজ দূরে পিটিআইয়ের সামনে এলাকায় একটি মিনি বাসে পিকেটাররা আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Previous articleখালেদার কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার
Next articleজিয়ার মাজারে বিএনপি নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন