ঢাকা: নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাত সাড়ে ৩টার দিকে বনানীর এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়। মান্নাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী মেহের নিগার। ভাতিজি শাহনামা শারমিনের বনানীর বাসা থেকে মান্নাকে আটক করা হয়।
শাহনামা শারমিন জানিয়েছেন, রাতে ডিবি পুলিশ পরিচয়ে তাদের ঘরের দরজা নক করে। দরজা খোলার পর তারা মান্নাকে নিয়ে যায়। তাদেরকে বলা হয়, তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে মাহমুদুর রহমান মান্নার ফোনালাপ প্রকাশিত হওয়ার পর বিতর্কের মধ্যেই তাকে আটক করা হলো। তবে পুলিশের পক্ষ থেকে এখনও মাহমুদুর রহমান মান্নাকে আটকের বিষয়টি স্বীকার করা হয়নি। ঢাকা মহানগর গোযেন্দা পুলিশের যুগ্ম কমিশনার ও ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মান্নাকে আটক বা গ্রেপ্তার করার কোনো তথ্য তার কাছে নেই।