Home বিভাগীয় সংবাদ মা-মেয়ের রহস্যজনক মৃত্যু, অসীম কারাগারে

মা-মেয়ের রহস্যজনক মৃত্যু, অসীম কারাগারে

419
0

চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে মা ও শিশু সন্তানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত শেলী শীলের স্বামী অসিম শীলের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। পুলিশের আবেদনের শুনানি শেষে আদালত আগামী রবিবার পর্যন্ত মুলতবি করে অসীমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শুক্রবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড আবেদনের শুনানি হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক মশিউর রহমান চৌধুরী বলেন, স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করেন। শুক্রবার হওয়ায় আদালত রিমান্ড আবেদনটি গ্রহণ করে শুনানির জন্য রবিবার পরবর্তী সময় নির্ধারণ করে আসামিকে জেল হাজতে পাঠান। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে চন্দনাইশের বরমা বৈলতলী এলাকা থেকে অসীমকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালীর দক্ষিণ কুঞ্জরি বটতল এলাকার শীলপাড়ায় মা শেলী শীলকে (২৬) গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় এবং আর শিশু অন্তরা শীলের (৬) মৃতদেহটি মায়ের পাশে মেঝে থেকে উদ্ধার করে পুলিশ।

Previous articleসংখ্যালঘু নির্যাতনের ঘটনা তিনগুণ বেড়েছে: হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ
Next articleজগন্নাথপুরে শীলাবৃষ্টিতে ফসল বাড়িঘরসহ বিদ্যুত বিপর্যয়, জনদুর্ভোগ চরমে