Home রাজনীতি মিজান চৌধুরীর বাসায় ছাত্রলীগের হামলা: সিলেট জেলা ও মহানগর বিএনপির নিন্দা

মিজান চৌধুরীর বাসায় ছাত্রলীগের হামলা: সিলেট জেলা ও মহানগর বিএনপির নিন্দা

431
0

সিলেট: ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী কর্তৃক বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর বাসায় ভাংচুর ও লটুপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এই সন্ত্রাসী হামলা ও লুটপাটে জড়িতদের গ্রেফতার ও দৃষ্ঠান্তমুলক শাস্থি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান তারা।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারন সম্পাদক আলী আহমদ বলেন, দুটি ছাত্র সংগঠনের মধ্যে অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় নেতার বাসায় হামলা, ভাংচুর ও লুটপাটের নিন্দা জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। অবৈধ ক্ষমতার মোহে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ সিলেটের দীর্ঘ দিনের লালিত রানৈতিক শিষ্টাচারকে বিনষ্ট করেছে। তারা একের পর এক সীমা লংঘন করে প্রতিহিংসার অপরাজনীতির কালো অধ্যায়ের সুচনা করেছে। এধরনের ন্যাক্কারজনক কর্মকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমুলক শাস্থি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। বিজ্ঞপ্তি

Previous articleজগন্নাথপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহন
Next articleসুনামগঞ্জে কোন জঙ্গি ও মাদক ব্যবসায়ীর স্থান হবে না: সুনামগঞ্জ পুলিশ সুপার