Home রাজনীতি মির্জাপুরে ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মির্জাপুরে ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

514
0

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিকের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেস চন্দ্র পুলক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, সহসভাপতি নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান সিকদার, দপ্তর সম্পাদক যুবরাজ মিয়া, মির্জাপুর কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক ও জামুর্কী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিরুল মোমেনিন সাদ্দাম বানাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রবিন মিয়া, গোড়াই ইউনিয়ন ছাত্রলীগ (পশ্চিম) সভাপতি মো. মিজানুর রহমান, বাঁশতৈল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ রাজ, মহেড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রুবেল, যুগ্ম আহ্বায়ক আহমেদ আলভী প্রমুখ।

পরে সর্বসম্মতিক্রমে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম মো. আলী আকবরকে আহ্বায়ক ও ওমর ফারুক, আব্দুর রহমান, মো. জসিম, মো. সালমান, মো. শাকিল মিয়াকে যুগ্ম আহ্বায়ক করে ২১সদস্য বিশিষ্ট উপজেলার ভাওড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন।

Previous articleখুলনার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানান কথা বলছে বিএনপি: বাণিজ্যমন্ত্রী
Next articleআমি ঐশ্বর্য দেখিনি, দারিদ্র্য দেখেছি: এরশাদ