Home রাজনীতি মুক্তিযুদ্ধের ভাস্কর্য অপসারণ করা হবে না: ওবায়দুল কাদের

মুক্তিযুদ্ধের ভাস্কর্য অপসারণ করা হবে না: ওবায়দুল কাদের

423
0

নারায়ণগঞ্জ প্রতিনিধি: হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক সংগঠনগুলোর দাবির মুখে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য অপসারণ করা হলেও সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনায় নির্মিত আর কোনো ভাস্কর্য অপসারণ করা হবে না বলছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সারা দেশ থেকে ভাস্কর্য অপসারণে হেফাজতে ইসলামের দাবির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।

শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুরে মহাসড়ক সম্প্রসারণ কাজ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনায় যে ভাস্কর্যগুলো বাংলাদেশের স্থাপিত হয়েছে, এই ভাস্কর্যগুলোর সাথে সুপ্রিম কোর্টের ভাস্কর্যের কোনো সম্পর্ক নেই।

“যেগুলো মুক্তিযুদ্ধের চেতনা ও স্মৃতিজড়িত, এগুলো অপসারণ করার কোনো প্রশ্নই উঠে না। এসব ভাস্কর্য আছে এবং ভবিষ্যতেও সরকারি অনুদানে নির্মিত হবে- এব্যাপারে সরকার অনড় ও অটল অবস্থানে আছে।”

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত রোমান যুগের ন্যায়বিচারের প্রতীক লেডি জাস্টিসের আদলে গড়া ভাস্কর্যটি বৃহস্পতিবার মধ্যরাতে সরিয়ে ফেলা হয়।

Previous articleচাঁদাবাজদের কারনে বাড়ি ছাড়া লন্ডন প্রবাসী আব্দুল নুর
Next articleএসএসসি পাস ৯ শতাংশ শিক্ষার্থী ভর্তির আবেদন করেনি