Home বিভাগীয় সংবাদ মুক্ত গণমাধ্যম দিবসে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা

মুক্ত গণমাধ্যম দিবসে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা

476
0

সিলেট: আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।

সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের পরিচালনায় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারী আব্দুর রহমান জামিল। বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, কার্যকরি পরিষদের সদস্য শিব্বির আহমদ ওসমানী, সদস্য ফারহানা বেগম হেনা, শহিদুর রহমান জুয়েল, ফাহাদ মারুফ, সাংবাদিক আব্দুল আলিম।
সভায় বক্তারা বলেন- বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব সরকার। এই সরকারের আমলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে। তবে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ধারাটি সাংবাদিকদের জন্য ক্ষতিকর। সরকার এই ধারাটি বাতিল করার উদ্যেগ গ্রহণ করায় সরকারকে ধন্যবাদ জানান বক্তারা।

Previous articleপবিত্র রমজানকে বরণ করার প্রস্তুতি
Next articleদক্ষিণ সুনামগঞ্জে এক ইউপি সদস্যার অনিয়ম দূর্নীতির অভিযোগ!