মিসর: কায়রোয় নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত জেমস মোর্যাসন বলেছেন, ‘মুসলিম ব্রাদারহুড সন্ত্রাসী সংগঠন- এমন কোনো প্রমাণ নেই এবং ইসলামিক স্টেটের (আইএস) সাথে ব্রাদারহুডের কোনো সম্পর্ক নেই।’ মিসরের রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, মুসলিম ব্রাদারহুড সহিংসতায় জড়িত, এমন কোনো প্রমাণ না থাকায় ইউরোপিয়ান ইউনিয়ন সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করেনি। এর আগে বিবিসি জানিয়েছিল, ব্রিটিশ সরকারের একটি তদন্তেও দেখা গেছে, মুসলিম ব্রাদারহুড সন্ত্রাসে জড়িত নয়।
সূত্র: মুসলিম মনিটর।