ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ বলেছেন, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস অনাকাঙ্ক্ষিত ঘটনা। সরকারের উচিত ছিল নতুন করে পরীক্ষা নেয়া। তবে ফলাফল প্রকাশের পর এ নিয়ে আর কোনো সিদ্ধান্ত বদল হতে পারে বলে মনে করেন না তিনি। মঙ্গলবার দুপুরে ঈদ পালন উপলক্ষে রংপুরে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এ সময় তার বাসভবন পল্লীনিবাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
এরশাদ বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষার ক্ষেত্রে অনেক ভালো কাজ হয়েছে। শিক্ষার অগ্রগতি ছড়িয়ে পড়েছে। কিন্তু এক শ্রেণির মানুষ সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। কারা এ সব করছে সরকারের সকল সংস্থা সব জানে, কিন্তু সরকার তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না।
এছাড়া বর্তমান বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনসহ স্কুল-কলেজ শিক্ষকদের আন্দোলনকেও যৌক্তিক বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রপতি। তিনি বলেন, শিক্ষকদের দাবি সরকারের মেনে নেয়া উচিত। বিভিন্ন ঘটনায় দায়মুক্তির বিষয়ে এরশাদ বলেন, সরকার এভাবেই দেশ চালাচ্ছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর খালেদ এবং রংপুর জেলা ও মহানগর নেতৃবৃন্দ। এরশাদ রংপুরে কালেক্টরেট মাঠে ঈদের নামাজ আদায় করবেন। তিনি ২৬ সেপ্টেম্বর সকালে ঢাকায় ফিরে যাবেন।