Home জাতীয় মেডিকেলে ফের ভর্তি পরীক্ষা নেয়া উচিত: এরশাদ

মেডিকেলে ফের ভর্তি পরীক্ষা নেয়া উচিত: এরশাদ

483
0

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ বলেছেন, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস অনাকাঙ্ক্ষিত ঘটনা। সরকারের উচিত ছিল নতুন করে পরীক্ষা নেয়া। তবে ফলাফল প্রকাশের পর এ নিয়ে আর কোনো সিদ্ধান্ত বদল হতে পারে বলে মনে করেন না তিনি। মঙ্গলবার দুপুরে ঈদ পালন উপলক্ষে রংপুরে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এ সময় তার বাসভবন পল্লীনিবাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

এরশাদ বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষার ক্ষেত্রে অনেক ভালো কাজ হয়েছে। শিক্ষার অগ্রগতি ছড়িয়ে পড়েছে। কিন্তু এক শ্রেণির মানুষ সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। কারা এ সব করছে সরকারের সকল সংস্থা সব জানে, কিন্তু সরকার তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না।

এছাড়া বর্তমান বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনসহ স্কুল-কলেজ শিক্ষকদের আন্দোলনকেও যৌক্তিক বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রপতি। তিনি বলেন, শিক্ষকদের দাবি সরকারের মেনে নেয়া উচিত। বিভিন্ন ঘটনায় দায়মুক্তির বিষয়ে এরশাদ বলেন, সরকার এভাবেই দেশ চালাচ্ছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর খালেদ এবং রংপুর জেলা ও মহানগর নেতৃবৃন্দ। এরশাদ রংপুরে কালেক্টরেট মাঠে ঈদের নামাজ আদায় করবেন। তিনি ২৬ সেপ্টেম্বর সকালে ঢাকায় ফিরে যাবেন।

Previous articleসুনামগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহত
Next articleলাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক