Home শীর্ষ সংবাদ মেননের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে শুক্রবার হেফাজতের বিক্ষোভ

মেননের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে শুক্রবার হেফাজতের বিক্ষোভ

522
0

স্টাফ রিপোর্টার: 

রাশেদ খান মেননের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে কাল শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল করবে হেফাজত।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন জাতীয় সংসদে আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ নিয়েছেন এবং হেফাজত আমির আহমদ শফী সম্পর্কে কটূক্তি ও কওমি মাদ্রাসা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। এর প্রতিবাদেই শুক্রবার এ বিক্ষোভ সমাবেশ করবেন হেফাজত অনুসারীরা। ঢাকা মহানগর হেফাজতের সভাপতি নূর হোছাইন কাসেমীর এ বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করবেন।

Previous articleসংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সুলতান মনসুর
Next articleজগন্নাথপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত